ABOUT US

Our development agency is committed to providing you the best service.

OUR TEAM

The awesome people behind our brand ... and their life motto.

  • Mushfiq Khan

    Founder

    I need to get positive motive from kids, parents society or saroundings.

  • Muahfiq Khan

    Marketing CEO

    Contented with little, yet wishing for much more.

  • Michael Duo

    Developer

    If anything is worth doing, it's worth overdoing.

OUR SKILLS

We pride ourselves with strong, flexible and top notch skills.

Marketing

Development 90%
Design 80%
Marketing 70%

Websites

Development 90%
Design 80%
Marketing 70%

PR

Development 90%
Design 80%
Marketing 70%

ACHIEVEMENTS

We help our clients integrate, analyze, and use their data to improve their business.

150

GREAT PROJECTS

300

HAPPY CLIENTS

650

COFFEES DRUNK

1568

FACEBOOK LIKES

STRATEGY & CREATIVITY

Phasellus iaculis dolor nec urna nullam. Vivamus mattis blandit porttitor nullam.

PORTFOLIO

We pride ourselves on bringing a fresh perspective and effective marketing to each project.

  • The journey by Bus Vs Train




    Whether travelling from one county to another, city to another or even within the same town it’s always advisable to use the available bus services due to various reasons which among many include the following.
    Reliability

    There has been an upward rise of companies offering bus services. This has in turn caused the bus travel to be made one of the most competing industry and hence different customized services. The different bus companies offers different times of departure from one point to another making it very possible for people to travel at their comfort. Unlike other means of transport, travelling by bus is reliable and efficient.
    Cost effective



    Due to the principle of economy of scale the prices of travelling from one point to another cannot be compared to a person using his/ her own means of transport. Most of people would rather go for the bus services as they will always make savings on the fuel and on the same time reduce the wear and tear rate of their vehicles.

    Tourism


    Travelling by bus will always be fun and breathe taking due to different sites they go through. For example some of the bus routes demands them to pass through dense forests, some through such breath taking sites like plateaus and escarpments making nature lovers to enjoy every part of their journey.

    Technology


    In technology advancement many bus companies have not been left behind. Most of these buses have been fitted with modern entertainment technologies which in most cases have been customized per seat. Wi-fi technologies have been fitted on the buses making people to access social media services during their journey hence making it engaging and enjoyable.

    Accessibility

    Buses unlike ships and aeroplanes, have the flexibility of different picking and dropping points making them very suitable for many people. The tickets have also been modernized to have easy access of them through online booking. For sure while transport is mentioned, travel by bus is a force to reckon with and one that will not go down any sooner.

    Benefits of Rail Travel


    Prime Locations – Wherever you’re heading, you can be certain that your station will be at the heart of it. With the biggest cities in the UK hosting multiple stations, there’s no need to bus hop or pay for taxis as you’ll be right on top of everything you need.


    Regular Trains – With almost all the stations in the country being served by multiple trains per hour, you don’t have to plan your day around your train, just jump on when you need to!


    High Safety – With train safety continuing to improve year-on-year, you can have peace of mind that there’s no safer way to get to your destination.


    FreedomYou can choose how to spend your time travelling. Whether it’s sitting back and reading a book, listening to music or planning for that next meeting, leave the driving to someone else and relax in comfort!


    Help the EnvironmentLooking to reduce your carbon footprint? Travelling by train is more environmentally friendly than car, bus and plane.


    Great Views – Take advantage of the great views you can get travelling round many parts of the UK.

  • Child Labor

    Today, throughout the world, around 215 million children work, many full-time. They do not go to school and have little or no time to play. Many do not receive proper nutrition or care. They are denied the chance to be children. More than half of them are exposed to the worst forms of child labour such as work in hazardous environments, slavery, or other forms of forced labour, illicit activities including drug trafficking and prostitution, as well as involvement in armed conflict.

    Minimum Age for Work

    The minimum age for admission to employment among the member States ratifying Convention No. 138

    • 15 - 73 member States
    • 16 - 41 member States
    • 14 - 49 member States
    One of the most effective methods of ensuring that children do not start working too young is to set the age at which children can legally be employed or otherwise work. The main principles of the ILO’s Convention concerning the minimum age of admission to employment and work are listed below.
    • Hazardous work
      Any work which is likely to jeopardize children’s physical, mental or moral heath, safety or morals should not be done by anyone under the age of 18.
    • Basic Minimum Age
      The minimum age for work should not be below the age for finishing compulsory schooling, which is generally 15.
    • Light work
      Children between the ages of 13 and 15 years old may do light work, as long as it does not threaten their health and safety, or hinder their education or vocational orientation and training.






      Child labour that is proscribed under international law falls into three categories:
      The unconditional worst forms of child labour, which are internationally defined as slavery, trafficking, debt bondage and other forms of forced labour, forced recruitment of children for use in armed conflict, prostitution and pornography, and illicit activities.
      Labour performed by a child who is under the minimum age specified for that kind of work (as defined by national legislation, in accordance with accepted international standards), and that is thus likely to impede the child’s education and full development.
      Labour that jeopardizes the physical, mental or moral well-being of a child, either because of its nature or because of the conditions in which it is carried out, known as “hazardous work”.

      Child Labour and Poverty


      Poverty and economic shocks clearly play an important if not a key role in determining the market for child labour. Child labour in turn contributes to the perpetuation of poverty. For example, recent empirical findings by the World Bank from Brazil demonstrate that early entry into the labour force reduces lifetime earnings by some 13 to 20 per cent, increasing signifi cantly the probability of being poor later in life.

      However, poverty in itself is not a sufficient explanation of child labour, and it certainly fails to explain some of the unconditional worst forms of child labour.

      Child Labour and Human Rights


      A human rights perspective is necessary for a fuller understanding of child labour, as it focuses on discrimination and exclusion as contributing factors. The most vulnerable groups when it comes to child labour are often those subject to discrimination and exclusion: girls, ethnic minorities and indigenous and tribal peoples, those of low class or caste, people with disabilities, displaced persons and those living in remote areas.
    • .
    Written by

  • যদি অস্ত্রহাতে প্রেমের প্রস্তাব নিয়ে আসে, প্লিজ খাদিজা মেনেজ করে নিস"

    বহুল আলোচিত খাদিজার ফেরা আমায় খুশি করতে পারে নি । অবাক হওয়ার মত মনে হলেও আমার কাছে এটাই সত্য । আপনিও আমার সাথে একাত্ততা পোষন করবেন ।           


    “খাদিজা-বদরুল” আমাদের সমাজের জন্য একটি হৃদয়দিয়াক ও কলংজনক অধ্যায় । এ ধরনের ঘটনা আমাদের সমাজে হর-হামেসাই ঘটছে । মিডিয়ার কল্যাণে হয়তো এক খাদিজার গল্প উঠে এসেছে আমাদের মাঝে, কিন্তু মিডিয়ার অন্তরালে কত হাজার খাদিজা রয়েগেছে তার সংখ্যা নির্নয় করা আদ্য সম্ভব নয়।

    প্রিয় পাঠক, নিজেকে একটিবার প্রশ্ন করুন, আপনার পরিচিত মহলে এমন কেউ কি নেই যে প্রেমের প্রস্তাব পত্যাখান করার কারণে ধর্ষিত হয় নি ? যৌন হয়রানির স্বীকার হয় নি? আপনার পরিচিত মহলে এমন কেউ কি নেই যে,যাদের পড়াশুনাই বন্ধ হয়ে গেছে এই প্রেম প্রস্তাব পত্যাখান করার কারনে ? আপনার পরিচিত মহলে এমন কেউ কি নেই যে এসব সহ্য না করতে পেরে আত্যহত্যার পথ বেছে নিয়েছে ? এমন কেউ কি নেই যার ফ্যামিলি আজও হুমকির মধ্য দিয়ে জীবনযাপন করছে? এমন কেউ কি নেই যে,প্রেমের পস্তাব পতাখ্যান করায়, আজও তার বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না? নিশ্চয়ই খুজে পেয়েছেন নাম না জানা অনেক খাদিজাকেই, যারা আজও ফিরতে পারে নি।



    আমি আপনাদের কিছু ঘটনা মনে করিয়ে দিচ্ছি যা আপনারা সবাই জানেন । খাদিজার ঘটনাটা ঘটার কিছু দিন আগেই হত্যা করা হলো তনুকে । কি ছিল তার অপরাধ ? বিষয় একটাই, প্রেমের প্রস্তাবে অস্বীকৃতি । নিরাপদ বেষ্টনীতেই তার জীবন নিয়ে নেয়া হয়েছিল । এই ত কিছু দিন পূর্বে সিলেটের দক্ষিন সুরমা উপজেলায় ৮ম শ্রেণীর ছাত্রীকে মারাত্মক ভাবে যখম করা হয়, এই প্রেম প্রস্তাব প্রত্যাখান করা হয় । দর্জির হাতে ৮ম শেণীর ছাত্রি খুন। এসব আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা । এভাবে হাজারও খাদিজা ঝরে পড়ছে, ধর্ষিত হচ্ছে , মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমাদের এই সভ্য সমাজে । যা হয় তো মিডিয়ায় বেসে বেড়ায় না,  কিন্তু আমার আপনার চুখে সামনেই ঘটছে এই ঘটনা প্রতি নিয়ত। ক্ষমতার অপব্যবহারে ফলে অধিকাংশ অপরাধীরাই শাস্তির আওতায় আসে না।  আবার শতশত খাদিজা নিজেই মুখ খুলে না লোকলজ্জার ভয়ে। যার ফলে প্রতি নিয়ত আমাদের সভ্য সমাজ কলংকিত হচ্ছে,  আর বাড়ছে খাদিজাদের সংখ্যা।

    আসুন সচেতন হই, এক খাদিজা নয় হাজারও খাদিজার পাশে দাড়াই, সাধারণ শিক্ষার পাশা পাশি নৈতিকা শিক্ষা বিকাশ ঘটাই আমাদের ছাত্র সমাজে । রাজনৈতিক অপব্যবহার বর্জন করে অপরাধিকে আইনের আওতায় আনয়নে সর্বদা চেষ্টা অব্যহত রাখি। ভাল বন্ধ-বান্ধবের সংস্পর্শে থাকার চেষ্টা করি , তাহলে তাদের কাছ থেকে সুপরামর্শ পাওয়া যাবে।অবিভাবকদের আরও মনযোগি হতে হবে তাদের ছেলেমেয়েদের উপর।

    আর most important  বিষয় হল যে, উপস্থিত বুদ্ধি বৃদ্ধি করতে হবে । বিশেষ করে বর্তমান সময়ে তরুনীদের এই গুনটা থাকা জরুরী ।খাদিজা হয়তো বেচে যেতে পারতো সেই দিন, যদি প্রেম বস্তাব মেনে নিত। পরে না হয় পরিবারকে বলত পারতো সব কিছু।

    আমি হয়ত খাদিজাকে বাচাতে পারছি না, তাই ভারাক্রান্ত হৃদয়ে বলছি,যদি অস্ত্রহাতে প্রেমের প্রস্তাব নিয়ে আসে, প্লিজ খাদিজা মেনেজ করে নিস" 
    তাহলে অন্তত জীবন দিতে হবে না মানুষরূপী চতুষ্পদী কাপূরুষদের হাতে। 
    Written BY  MD.Ziaul Haque


    recommended:মোশন সেন্সর লাইটের ব্যবহারঃ
  • মোশন সেন্সর লাইটের কার্যকারিতা এবং এর ব্যবহার

    মোশন সেন্সর লাইটের কার্যকারিতা এবং এর ব্যবহার
    আমরা সবাই কমবেশি অনেক ধরনের লাইটের সাথে পরিচিত। ঘরে, অফিসে, রাস্তা ঘাটে সব জায়গায়ই অনেক ধরনের লাইট ব্যবহার হতে দেখি। কিন্তু মোশন সেন্সর লাইটটি সম্পর্কে আমরা অনেকেই পরিচিত না। তাই প্রথমেই আমরা মোশন সেন্সর লাইট সম্পর্কে পরিচিত হয়ে নেই ।

    মোশন সেন্সর লাইট কি?

    মোশন সেন্সর লাইট সম্পর্কে জানার আগে আমরা মোশন এবং সেন্সর কি, তা জেনে নেই। তাহলে আমাদের বুঝতে
    সুবিধা হবে। মোশন (Motion) শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গতি, চলন বা বেগ। আর সেন্সর (Sensor) শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবেদন, তাহলে আমরা বলতে পারি গতির সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে যে লাইট ব্যবহার হয় তাকে মোশন সেন্সর লাইট বলে। তাহলে আমরা এখন নিশ্চয়ই মোশন সেন্সর লাইট সম্পর্কে ধারনা পেয়ে গেলাম।
    এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, জীবনে কতো রকমের লাইট ব্যবহার করলাম এবং লাইটের ব্যবহার দেখলাম, কিন্তু এই লাইটের ব্যবহার কি হতে পারে? তাহলে চলুন আমরা এখন এর কাজ এবং কি কাজে ব্যবহৃত হয় এই সম্পর্কে জেনে নেই ।

    মোশন সেন্সর লাইট কিভাবে কাজ করে?

    মোশন সেন্সর লাইট বর্তমান প্রযুক্তির একটি অন্যতম আবিস্কার । এই লাইটটি ব্যবহৃত হয় শরীরের তাপ এবং তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে। তাই বলা যায় এটি খুবই নির্ভরযোগ্য একটি প্রযুক্তি । আমি একটি বাস্তব উদাহরণ দেই, তাহলে আপনাদের সবার বুঝতে সুবিধা হবে। আপনার অনেকেই দেখেছেন কারও বাড়িতে বা অফিসে প্রবেশ করার সময় অন্ধকারের মধ্যে হটাত করে দুই,একটি লাইট স্বয়ংক্রিয় ভাবে জ্বলে উঠে, মূলত এই গুলাই মোশন সেন্সর লাইট । আশাকরি লাইটটির কার্যকারিতা সম্পর্কে আপনাদের একটি ধারণা চলে হয়ে গেছে। এই লাইটগুলা কাজ করে অনেক গুলা প্রযুক্তির মাধ্যমে ।

    মোশন সেন্সর লাইটের ব্যবহারঃ

    এই লাইটটির বহুমুখী ব্যবহার রয়েছে । লাইটটি প্রধানত ব্যবহৃত হয় নিরাপত্তার কাজে। কারণ যেকেউ এই লাইটের আওতায় চলে আসলে সেন্সর তা ধরতে পারে এবং সাথে জ্বলে উঠে, ফলে চোর ডাকাত ভয় পেয়ে পালিয়ে যাবে।
    এছাড়াও এই লাইটটি আপনি আপনার ঘরে বা অফিসে ব্যবহার করতে পারবেন। লাইটটি বিদ্যুৎ সাশ্রয়, কারণ যখন আপনি রুমে প্রবেশ করবেন, তখনই লাইটটি জ্বলবে। ফলে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের সুযোগ নাই। এই লাইটটি স্বয়ংক্রিয় ভাবে জ্বলে বিধায় সুইচের ঝামেলা নাই, তাই অন্ধকার ঘরে কষ্ট করে সুইচ খোঁজার প্রয়োজন হচ্ছেনা।

    উপরোক্ত ব্যবহার ছাড়াও এই লাইটটি আরও অনেক কাজে ব্যবহার করা যাবে ।l
    লিখেছেন, জুনেদ জামান।


  • ঘরের মেয়ে,ঘরে ফিরে এলো, মনুষ্যত্যের জয় হলো




     সিলেট এম.সি. কলেজের পরীক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস, দীর্ঘ দুইমাস মৃত্যুর সাথে পাঞ্জা লরে, সুস্থ ভাবে ঘরে ফিরে এলেন।
    যার সুস্থতার পিছনে জনগণ, চিকিৎসক, এবং সরকারসহ অসংখ্য মানুষ এর অবদান অনিস্বীকার্য।

    খাদিজা বলেন, সবাই যদি সহযোগীতার হাত না বাড়াতেন, তাহলে হয়তো তিনি সুস্থভাবে বাসায় না ফিরতে পারতেন। সেই সাথে তিনি, মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন।



     গত অক্টোবর, সুন্দর জীবন গড়ার প্রত্যয়ে পরীক্ষায় অংশগ্রহন করতে গিয়ে তার জীবনে নেমে আসে এক মর্মান্তিক অধ্যায়। সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা পরীক্ষা দিতে গিয়েছিলেন এমসি কলেজ ক্যাম্পাসে।  পরীক্ষা শেষে যখন বাসায় ফিরে যাবেন, তখন এমসি কলেজের পুকুরপাড়ে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী বখাটে বদরুল আলমের আক্রমনের শিকার হন খাদিজা প্রেম প্রস্তাবে রাজী না হওয়ায় নরপশু বদরুল তাকে জনস্মুখে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। চাপাতির কোপ পড়ে, রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন মাটিতে আশপাশের মানুষ এই দৃশ্য ভিডিও ধারণ করলেও খাদিজাকে সাহায্য করার জন্য প্রথম অবস্তায় কেউ এগিয়ে আসেনি। কিন্তু বদরুল যখন খাদিজাকে আহত করার পর পালিয়ে যাচ্ছিল ঠিক ওই সময় খাদিজার সাহায্যে এগিয়ে আসেন ইমরান কবির। তিনি আরো দু-তিনজনের সাহায্যে তাকে নিয়ে যান ওসমানী হাসপাতালে। সেখান থেকে সেদিন রাতেই খাদিজাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। গ্রেফতার হয় বদরুল। এই ঘটনা নিয়ে গরম হতে থাকে সোস্যাল মিডিয়া প্রতিবাদের জড় উটে দেশে বিদেশে।  


    দাবি উঠে বদরুলের ফাসির। চারদিক থেকে ধিক্কার জানানো হয়, আর পাশাপাশি খাদিজার সুস্থতা কামনায় পার্থনা করা হয়। অবশেষে সুচিকিৎশার পর খাদিজা আক্তার নার্গিস মৃত্যুকে জয় করে সুস্থভাবে মায়ের নীরে ফিরে এলেন....!
    হ্যা, খাদিজা ফিরে এসেছে, মৃত্যুকে জয় করে সে ফিরে এসেছে আমাদের মাঝে। কিন্তু আপনি জানেন কি,এই রকম লক্ষ লক্ষ খাদিজা, বাংলাদেশের প্রতিটি দ্বারপ্রান্তে, প্রতিনিয়ত  নির্যাতিত হচ্ছে। যাদের অনেকের খবর আমরা জানিনা বা রাখিনা।

    আমাদের সবাইকে এই রকম হাজার ও খাদিজার পাশে দারাতে হবে। তা না হলে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর অষ্টম শ্রণীর স্কুল ছাত্রী ছুরাইয়া আখতার এবং কুমিল্লা ভিক্টরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু'র মত হাজারো খাদিজার প্রাণ এইভাবে নীরবেই চলে যাবে।

    বদরুল-খাদিজা আমাদের সমাজের জন্য একটি হৃদয়বিদারক কলংজনক অধ্যায়। এধরনের ঘটনা আমাদের সমাজে প্রায়ই ঘটছে এসব থেকে আমাদের শিক্ষা নিতে হবে। খুজে বের করতে হবে এই অবক্ষয়ের কারণ, খুজতে হবে তার প্রতিকার।
    . নৈতিক শিক্ষার অভাবঃ সাধারন শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিকতার দিকে গুরুত্ব দিতে হবে। মনুষ্যত্ব জাগরনে নৈতকতা অপরিহার্য। যা আমাদের পরিবার থেকে একমাত্র শিক্ষা নেওয়া উচিত।
    . উপস্থিত জ্ঞান বৃদ্ধি করতে হবেঃ খাদিজা হয়ত নিজেকে রক্ষা করতে পারতো,  যদি সে তার উপস্থিত মেধাকে কাজে লাগাতে পারত।
    .রাজনীতির অপব্যবহাররাজনীতির অপব্যবহার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
    .ভাল বন্ধু-বান্ধব নিরবাচনঃ.ভাল বন্ধু-বান্ধবের সংস্পর্শে থাকা।  তাহলে তাদের কাছে থেকে সুপরামর্শ পাওয়া যাবে।
    . অবিভাবকদে খেয়াথাকাঃ অবিভাবকদের তাদের ছেলে মেয়েদের প্রতি বন্ধ সুলভ আচরণ এব খেয়াথাকতে হবে।
    তাহলেই,আমাদের সমাজ থেকে এই ধরনের সামাজিক অবক্রুধ করা সম্ভব 

    WHAT WE DO

    We've been developing corporate tailored services for clients for 30 years.

    CONTACT US

    For enquiries you can contact us in several different ways. Contact details are below.

    invent

    • Street :Road Street 00
    • Person :Person
    • Phone :+045 123 755 755
    • Country :POLAND
    • Email :contact@heaven.com

    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.